× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স জব্দ আটক, গ্রেপ্তার ১

বাংলারজমিন

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার

সিলেটের গোয়াইনঘাটে চোরাচালান এবং মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় কসমেটিক্স, ওষুধ, চা-পাতা জব্দ করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১টায় গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহের নেতৃত্বে সারী-গোয়াইন সড়কের ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের আব্দুল মহল এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। এ সময় জব্দ করা হয় ৫টি ডিআই পিকআপ, চোরাচালান চক্রের ব্যবহৃত ১টি মোটরসাইকেল নং সিলেট-ল ১২-৩০৮০। এছাড়া একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তি হলো মুহিবুর রহমান (২৭)। তিনি উপজেলা ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের হুয়াউরা গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৯ লাখ ৭ হাজার ২শ’ পিস প্যারাসিটামল ট্যাবলেট, ২ হাজার ৩৭৬ পিস রেডবল এনার্জি ড্রিংস, ৯শ’ কেজি চা-পাতা, ৪ হাজার ৬৮০ পিস জনসন বেবী ডায়পার, ৫৫০ পিস বেটনোবিট ক্রীম, ৮শ’ পিস কিটু স্ক্যালাপ, ১৮শ’ পিস স্কিন শাইন ক্রিম। এসব মালামালে আনুমানিক বাজার মূল্য ২৬ লাখ ৭২ হাজার ২১৬ টাকা।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর