বাংলারজমিন

ওস্তাদ বাবর আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে

২০২১-০২-২৫

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সাবেক মিউজিক প্রডিউসার এবং হবিগঞ্জ সুর বিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ওস্তাদ মো. বাবর আলী খানের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ওস্তাদ বাবর আলী খান স্মৃতি সংসদ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৯টায় শহরের রাজনগরস্থ পৌর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও বাদ আসর কলেজ কোয়ার্টার জামে মসজিদে মিলাদ মাহফিল। এতে মরহুমের আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের আমন্ত্রণ জানানো যাচ্ছে। প্রখ্যাত সঙ্গীত সাধক ওস্তাদ মো. বাবর আলী খান হবিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের এক সময়কার পুরোধা ব্যক্তিত্ব। হবিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনকে মুখরিত করতে তিনি রেখেছেন বিশাল ভূমিকা। তার বহু ছাত্রছাত্রী রেডিও, টেলিভিশনের নিয়মিত শিল্পী। প্রয়াত খ্যাতিমান কন্ঠশিল্পী সুবীর নন্দীর সঙ্গীতে হাতেখড়ি ওস্তাদ বাবর আলী খান-এর কাছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status