অনলাইন

ঢাকা-দিল্লি বৈঠক শনিবার

এজেন্ডায় পার্বত্য অঞ্চলে বিচ্ছিন্নতাবাদ নিয়ন্ত্রণ

কূটনৈতিক রিপোর্টার

২০২১-০২-২৪

প্রায় শান্ত পার্বত্য চট্টগ্রামে গত ক’মাসে আচমকা বিচ্ছিন্নতাবাদীদের মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা এবং তাদের উল্লেখযোগ্য অংশের ভারতে আশ্রয়-প্রশ্রয় পাওয়া সংক্রান্ত অভিযোগ নিয়ে দিল্লির সঙ্গে পাকাপোক্ত আলোচনা চায় ঢাকা। আগামী শনিবার বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের এজেন্ডায় বিষয়টি রাখা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, গত ডিসেম্বরে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফ’র মহাপরিচালক পর্যায়ের বৈঠকে স্পর্শকাতর এ ইস্যুতে কথা হয়েছিল। ওই সময় পার্বত্য চট্টগ্রাম ঘেঁষা মিজোরাম রাজ্যে বিচ্ছিন্নতাবাদের ঘাঁটির অস্তিত্ব আছে বলে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে অবহিত করা হয়েছিল। উল্লেখ্য, বাংলাদেশে বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছে বলে ভারত বরাবরই অভিযোগ করে। পাল্টাপাল্টি ওই অভিযোগ বিষয়ে ঢাকা কার্যকর আলোচনা এবং তথ্য-প্রমাণ আদান প্রদানে আগ্রহী। স্মরণ করা যায়, দীর্ঘ চার বছর পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র সচিব পর্যায়ে ভার্চুয়ালি এই বৈঠক হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. শহিদুজ্জামান এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন অজয় কুমার ভাল্লা। দুই দিনের ওই বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, বর্ডারে ফেন্সিং, সীমান্ত বাহিনী পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি, বর্ডার ব্যবস্থাপনা সংক্রান্ত সমঝোতা, মাদক, অস্ত্রসহ বিভিন্ন চোরাচালান, মানবপাচারসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। তাছাড়া আন্তঃসীমান্ত সন্ত্রাস, জাল অর্থ, বিছিন্নতাবাদ, ভিসাসহ অন্যান্য বিষয়েও কথা হবে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status