× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলভা-জেসুসের গোলে কোয়ার্টারের পথে সিটি

খেলা

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার

জয় যেনো ডাল-ভাতে পরিণত হয়েছে ম্যানচেস্টার সিটির কাছে। চলতি বছরে পরাজয়ের স্বাদ না নেয়া সিটিজেনরা উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর ম্যাচে ষোলোতম জয় পেলো। বুধবার রাতে বুদাপেস্টে প্রথম লেগের ম্যাচে বরুশিয়া মনশেনগ্লাডবাখকে ২-০ গোলে হারায় পেপ গার্দিওলার শিষ্যরা। ম্যান সিটির পক্ষে গোল করেন বার্নার্ডো সিলভা ও গ্যাব্রিয়েল জেসুস।
ম্যাচের ৬১ শতাংশ বল দখলে রাখা ম্যান সিটি শুরু থেকেই প্রতিপক্ষের উপর আধিপত্য দেখালেও উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারছিল না। ২৭তম মিনিটে রাহিম স্টার্লিং ডি-বক্সে পড়ে গিয়ে পেনাল্টির আবেদন জানান। তাতে সাড়া দেয়নি ম্যাচ রেফারি।
দুই মিনিটের ব্যবধানে গোলের দেখা পায় সিটি। জোয়াও কানসেলোর দারুণ ক্রসে ছয় গজ বক্সের মুখে হেডে স্কোর করেন সিলভা। চ্যাম্পিয়ন্স লীগে ১৩ ম্যাচ পর জালের দেখা পেলেন এই পর্তুগিজ মিডফিল্ডার।
প্রথমার্ধে নিষ্প্রভ মনশেগ্লাডবাখ দ্বিতীয়ার্ধে গোলের জন্য আপ্রাণ চেষ্টা চালায়।
৬২তম মিনিটে সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি আলেসান প্লা। এসময় সতীর্থের ক্রসে ডি-বক্সে ফরাসি ফরোয়ার্ডের ব্যাকহিল ফ্লিকে পোস্টের সামান্য বাইরে দিয়ে যায় বল।
তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল জেসুস। কানসেলোর ক্রসে দূরের পোস্টে বল পেয়ে হেডে বল বাড়ান সিলভা। দক্ষতার সঙ্গে বল জালে জড়ান ব্রাজিলীয় স্ট্রাইকার জেসুস।
ম্যাচটি হওয়ার কথা ছির মনশেনগ্লাডবাখের মাঠে। কিন্তু নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের প্রবেশে জার্মানি নিষেধাজ্ঞা জারি করায় ম্যাচটি বুদাপেস্টে সরিয়ে নেয়া হয়।
আগামী ১৬ই মার্চ ইতিহাদে দ্বিতীয় লেগের ম্যাচে মনশেনগ্লাডবাখকে আতিথেয়তা দেবে ম্যানচেস্টার সিটি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর