× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

কষ্টার্জিত জয়ে শেষ আটে এক পা রিয়ালের

খেলা

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে শেষ ষোলোর ম্যাচে কষ্টার্জিত জয় পেলো রিয়াল মাদ্রিদ। ম্যাচের সপ্তদশ মিনিটেই লাল কার্ডের খড়গে দশ জনের দলে পরিণত হয় আতালান্তা। প্রতিপক্ষ দলের কমতির সুবিধা পেয়েও কাজে লাগাতে পারছিলো না রিয়াল। শেষ মুুহূর্তে ফার্লান্ড মেন্ডির অনবদ্য লক্ষ্যভেদে ১-০ গোলের জয়ে প্রথম লেগটা নিজেদের করে নিলো জিনেদিন জিদানের শিষ্যরা।  
রাউন্ড অব সিক্সটিনের লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেয় ইতালিয়ান ক্লাব আতালান্তা। প্রতিপক্ষের মাঠে ম্যাচের দুই তৃতীয়াংশ বল দখলে সফরকারীরা। তবে স্বাগতিকদের জমাট রক্ষণে রিয়ালের আক্রমণগুলো ভেস্তে যায়। তবে বিপত্তি বাঁধে ম্যাচের ১৭তম মিনিটে।
ফারল্যান্ড মেন্ডিকে ডি-বক্সে ফাউল করেন আতালান্তার ফ্রয়লার। ম্যাচ রেফারি লাল কার্ড দেখালে দশ জনের দলে পরিনত হয় ইতালিয়ান ক্লাবটি।
সেই সুযোগটাকে অবশ্য কাজে লাগাতে পারেনি ইসকো-অ্যাসেনসিও-ভিনিসিয়াসরা। ৩৮তম  মিনিটে ইসকোর সামনে দলকে লিড এনে দেয়ার সুযোগ আসে। তার শট এক জনের গায়ে লেগে অল্পের জন্য বাইরে দিয়ে চলেল যায়। প্রথমার্ধের যোগ করা সময়ে আরো একটি সুবর্ণ সুযোগ পায় রিয়াল। টনি ক্রুসের ফ্রি কিকে কাসেমিরোর হেড ফিরিয়ে দেন আতালান্তা গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আরো আক্রমণাত্মক হয়ে ওঠে রিয়াল। ৪৭তম মিনিটে লুকা মদ্রিচের জোরালো শট একক জনের গায়ে লেগে পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৫৩তম মিনিটে সুযোগ মিস করেন ভিনিসিউস জুনিয়র। ৭ গজ দূর থেকে গোল করতে পারেননি এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।
৮৬ মিনিটে অপেক্ষার পালা ফুরায় রিয়ালের। ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো শটে জালের ঠিকানা খুঁজে নেন মেন্ডি।
আগামী ১৬ই মার্চ দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে রিয়াল-আতালান্তা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর