অনলাইন

আন্তর্জাতিক শরনার্থী আইন সম্মেলনে অংশ নেবেন বাংলাদেশের আরিফ

অনলাইন ডেস্ক

২০২১-০২-২৫

‘আন্তর্জাতিক শরনার্থী আইন’ বিষয়ক কনফারেন্স আয়োজন করছে ব্রিটিশ ভিত্তিক সংস্থা  ‘ইএলএসএ’। আগামীকাল  শুক্রবার ২০২১ লন্ডন সময় সকাল ১০ টায় এই অনলাইনে সম্মেলনে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত অতিথিরা। ‘শরনার্থী আইন’ বিষয়ক এই আয়োজনে আরও অংশ নেবেন জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা' ইউএনএইচসিআর উচ্চপর্যায়ের বিভিন্ন অফিসার সহ  প্রোফেসর সোফিয়া পিন্টু, প্রোফেসর গিলবার্ট, ডাক্তার কেলভান সহ আরও অনেকে ই।
বাংলাদেশ থেকে অংশ নিবেন শিশু অধিকারকর্মী আরিফ রহমান শিবলী। অতীতে তিনি ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, কানাডা সরকারের বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছিলেন।পাশাপাশি শিশু অধিকার নিয়ে কাজ করে পেয়েছেন ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেনস পদক সহ জাতিসংঘ ৭৫  পোস্টারে ই স্থান পেয়েছে এই তরুণের ছবি।
 আরিফ বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী সমস্যাসহ বেশকিছু বিষয় নিয়ে সম্মেলনে কথা বলবেন তিনি। আরিফ আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে আহবান জানাবেন তার বক্তব্যে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status