বিশ্বজমিন
লেডি গাগার 'ডগ ওয়াকার'কে গুলি করে তার বুলডগ ছিনতাই
মানবজমিন ডেস্ক
২০২১-০২-২৫
পপ তারকা লেডি গাগার 'ডগ ওয়াকার'কে গুলি করে তার দুটি ফ্রেঞ্চ বুলডগ ছিনতাই করা হয়েছে। বুধবার রাতে ওয়েস্ট হলিউডে ডগ ওয়াকার রায়ান ফিশ্চারের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। তাকে চারটি গুলি করা হয়েছে। লেডি গাগার অত্যন্ত প্রিয় তিনটি বুলডগ কোজি, মিস এশিয়া ও গুস্তাভো। এরমধ্যে কোজি ও গুস্তাভোকে নিয়ে গেছে হামলাকারীরা। মিস এশিয়া পালিয়ে বাঁচতে সক্ষম হয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করেছে।
গুলির ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে আসে এবং ফিশ্চারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করে। তার অবস্থা গুরুতর। লেডি গাগা ইতালীতে থাকাকালীন তার পোষা বুলডগগুলোর দেখাশোনা করছিলেন ফিশ্চার। হামলাকারীরা দুই কৃষ্ণাঙ্গ পুরুষ বলে ধারণা করা হচ্ছে। তারা বিএমডব্লিউ নিয়ে এসেছিল বুলডগ ছিনতাই করতে।
গুলির ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে আসে এবং ফিশ্চারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করে। তার অবস্থা গুরুতর। লেডি গাগা ইতালীতে থাকাকালীন তার পোষা বুলডগগুলোর দেখাশোনা করছিলেন ফিশ্চার। হামলাকারীরা দুই কৃষ্ণাঙ্গ পুরুষ বলে ধারণা করা হচ্ছে। তারা বিএমডব্লিউ নিয়ে এসেছিল বুলডগ ছিনতাই করতে।