× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

নিবন্ধন পৌনে ৪১ লাখ, টিকা গ্রহণকারী সাড়ে ২৮ লাখ

শেষের পাতা

স্টাফ রিপোর্টার
২৬ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার

করোনার গণটিকাদান কর্মসূচির ১৬তম দিনে টিকা নিয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪৩৯ জন। যা আগের দিনের তুলনায় ৫৪৬ জন কম। ওদিকে টিকা নেয়ার তালিকায় নারীর সংখ্যা কম। গত কয়েকদিন ধরেই টিকা নেয়ার সংখ্যা কমে আসছে। এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন। এর মধ্যে পুরুষ ১৮ লাখ ৫৬ হাজার ২৬৫ জন এবং নারী ৯ লাখ ৯৪ হাজার ৬৭৫ জন। এ পর্যন্ত ঢাকা মহানগরে টিকা নিয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ৩৯৮ জন। টিকা নিতে গতকাল সন্ধ্যা ৭টা ৫৬ মিনিট পর্যন্ত অনলাইনে নিবন্ধন করেছেন ৪০ লাখ ৭১ হাজার ৮৮১ জন।
অন্যদিকে, গতকাল ঢাকা মহানগরে টিকা নিয়েছেন ৩০ হাজার ৩৫১ জন।
একদিনে টিকা নেয়ার পর ২৭ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া যেমন জ্বর, টিকা নেয়ার স্থানে লাল হওয়া ইত্যাদি খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস’র গতকালের পরিসংখ্যান থেকে জানা যায়, ঢাকা মহানগর ছাড়া ঢাকা বিভাগের জেলাগুলোতে টিকা নিয়েছেন ৩২ হাজার ৮৯৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭ হাজার ২৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩ হাজার ৮৬৭ জন, রাজশাহী বিভাগে ১৮ হাজার ২১৬ জন, রংপুর বিভাগে ১৬ হাজার ৭০১ জন, খুলনা বিভাগে ২৬ হাজার ১৮৬ জন, বরিশাল বিভাগে ৮ হাজার ৫১ জন এবং সিলেট বিভাগে টিকা নিয়েছেন ৭ হাজার ৯৪১ জন। এ পর্যন্ত বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ৬৯৬ জন।
করোনায় আরো ৫ জনের মৃত্যু: গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৩৮৪ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪১০ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ৫ লাখ ৪৪ হাজার ৯৫৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৫৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৪ হাজার ৭৫৫ জন।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৫ হাজার ৮৮৩টি এবং পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৫৬০টি। এখন পর্যন্ত মোট করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪০ লাখ ৩ হাজার ২৩৬টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৬৩ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৭৯ শতাংশ আর মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ। মারা যাওয়া ৫ জনের মধ্যে পুরুষ ৪ জন আর নারী ১ জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৬ হাজার ৩৪৩ জন পুরুষ এবং ২ হাজার ৪১ জন নারী মারা গেছেন। শতকরা হিসাবে যা পুরুষ ৭৫ দশমিক ৬৬ শতাংশ এবং নারী ২৪ দশমিক ৩৪ শতাংশ। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ৫ জনই ৬০ বছরের উপরে। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, তাদের মধ্যে ঢাকা বিভাগে ২ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন রয়েছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর