Digital security law is not applicable for writing against government. But it is misused. أنا اللله و أنا اليه راجعون
বর্তমানে চারদিকে একটি দৃশ্য ফুটে উঠেছে- দুর্বলের ওপর সবলের অত্যাচার।জুলুমকারী বা অত্যাচারী কিছুকালের জন্য নিজেকে ক্ষমতাবান বা বড় শক্তিশালী কিছু ভেবে থাকে। অত্যাচারী বা জালিম যতই শক্তিশালী হোক না; তার পরাজয় নিশ্চিত। আল্লাহ বলেন, 'অতএব জালিম সম্প্র্রদায়ের মূল কেটে ফেলা হলো।' [সূরা আল-আনয়াম :৪৫] জালেমদের জন্য দুনিয়াতে যেমন বিভিন্ন শাস্তির ব্যবস্থা রয়েছে, তেমনি মৃত্যুর পর তাদের ভয়ানক পরিণতি হবে। আল্লাহতায়ালা জালেমদের আখিরাতে ভয়ানক শাস্তি দেবেন। সূরা বুরুজের ১০নং আয়াতে আল্লাহতায়ালা বলেন, 'নিশ্চয় যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদের নির্যাতন করে, তারপর তাওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের আজাব। আর তাদের জন্য রয়েছে আগুনে দগ্ধ হওয়ার আজাব।'
বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায় ডিজিটাল নিরাপত্তা আইনে বহু মানুষের ক্ষতি হয়েছে। কেউকেউ হয়রানির শিকারও যে হয়নি তা নয়। সব অপকর্মের সূচনা করে গেছে ২০০১ থেকে ২০০৬ এর লোকেরা। তারাই 'RAB' গঠন করেছিলো। 'ডিজিটাল' নিরাপত্তা আইনও তারাই করে গেছে। পরবর্তীরা তাতে আরেকটু শান দিয়েছে আরকি। যে আইন মানুষের কল্যান করে না সেটা স্বাধীন দেশের জন্য প্রযোজ্য হতে পারেনা। আইন তো মানুষের জন্য। মানুষ আইনের বলি হওয়ার জন্য নয়। রাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজনেও আইন লাগে। কিন্তু, রাষ্ট্র তো মানুষের জন্যই। আমাকে কে কি বলছে, সব কথা যদি ধরি তাহলে একদিনও চলা সম্ভব হবেনা। অনেক সময় মনে করতে হয় পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। কবি বলেছেন, 'কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়, মানুষের কি তা শোভা পায়? আমি আছি, তাই আমাকে নিয়ে মানুষ আলোচনা করে, আবার সমালোচনাও করে। তাই বলে আমি কারো মৃত্যুর কারণ যেনো না হই। আল্লাহ তায়ালার কাছে পানাহ চাই।
ফ্যাসিবাদী শাসনের আরেক বলি লেখক মুশতাক আহমেদ।আমরা এই অকালপ্রয়াত লেখকের জন্য শোক প্রকাশ করছি এবং ডিজিটাল নিরাপত্তা আইন নামের বাক স্বাধীনতা ও মত প্রকাশ বিরোধী এ আইনের বিলুপ্তি কামনা করছি।
Is it real death or DIGITAL DEATH ???
this is example and warning for writer and journalist?
Nurun Nabi
২৬ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার, ১০:৪৪Is Digital security law helping us. OR will kill us.