ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়েছেন প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় এক ঘণ্টা অবরোধ শেষে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হয়। মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে আজ সন্ধ্যা ৬টায় শাহবাগে মশাল মিছিল পালন করবেন তারা। আর সোমবার করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও। আন্দোলনে নেতাকর্মীরা নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানান।
আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। অবরোধের ফলে শাহবাগের মূল সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশ পালন করা হয়।
সেখান থেকে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন তারা।
আন্দোলনে অংশ নেন পাহাড়ী ছাত্র পরিষদ, গণতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, উদিচী, ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।
Tasmin
২৬ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার, ১২:৫৪বিএনপি কোথায়? কোন ঘটনা ঘটার কয়েকদিন পর তারা ঘুম থেকে উঠে আর একটা বিবৃতি দিয়ে তাদের কাজ শেষ করে। এই দলে নতুন নেতৃত্ব প্রয়োজন। বুড়াদের দিয়ে কাজ হয় না।