× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

খুলনায় বিএনপি’র মহাসমাবেশ আজ /২৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
২৭ ফেব্রুয়ারি ২০২১, শনিবার

খুলনা জেলার ১৮টি সড়কে গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা পরিবহন চলাচল বন্ধ থাকবে বলে জানা গেছে। কেন বা কি কারণে বন্ধ থাকবে তার কোনো সঠিক জবাব দেননি বাস মালিক সমিতির নেতারা। তবে বিএনপি’র দাবি শনিবার খুলনা বিএনপি’র বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করেই এ পরিবহন বন্ধ রাখা হচ্ছে। যাতে করে অন্য জেলার বিএনপি নেতাকর্মীরা সমাবেশে আসতে না পারে। অপরদিকে খুলনা মহানগর বিএনপি’র একজন শীর্ষ নেতা জানিয়েছেন, তারা আগে থেকেই পরিবহন বন্ধ করা হতে পারে বিষয়টি মাথা রেখেই প্রস্তুতি নিয়েছেন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দাবি, জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে ছয় সিটির সাবেক মেয়র প্রার্থীদের নেতৃত্বে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ২৭শে ফেব্রুয়ারি খুলনায় এ মহাসমাবেশ ডাকা হয়। দুপুর আড়াইটায় নগরীর শহীদ মহারাজ চত্বরে অনুষ্ঠিতব্য মহাসমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম। সমাবেশে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান এডভোকেট নিতাই রায় চৌধুরী ও বিএনপি’র যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ খুলনা বিভাগের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়া দেশের ৬ সিটির মধ্যে বাকি ৫টির বিগত নির্বাচনের মেয়র প্রার্থী মুজিবর রহমান সরোয়ার, মোসাদ্দেক হোসেন বুলবুল, ডা. শাহাদাৎ হোসেন, তাবিথ আউয়াল ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি, জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের প্রতিবাদ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ দেশের ছয় সিটিতে সাবেক মেয়র প্রার্থীদের নেতৃত্বে খুলনাতে মহাসমাবেশের পূর্ব ঘোষিত এ কর্মসূচি। কর্মসূচি সফল করতে ইতিমধ্যে লিফলেট, পোস্টার, প্যানা ও ব্যানার সাটা হয়েছে গোটা মহানগরী ও জেলাতে। পুলিশ প্রশাসন এই পর্যন্ত ২৫-৩০ জনকে আটক করেছে। খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা বলেন, বিএনপি’র সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এ জন্য গতকাল সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টা শহরের কোনো পরিবহন ছেড়ে যাবে না এবং কোনো পরিবহন শহরে প্রবেশ করবে না।
খুলনা মহানগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, পরিবহন বন্ধ করা মানে সমাবেশ হবে না এটা ভাবার কোনো অবকাশ নেই। পরিবহন বন্ধ রাখা মানে আমাদের গণতান্ত্রিক অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ। তিনি নির্বিঘ্নে সমাবেশ সফল করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

 
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর