আমাদের দেশে একটি মানবাধিকার কমিশন আছে যেটি সব সময়ই ঘুমিয়ে থাকে । মাঝে মধ্যে ঘুম থেকে উঠে হাঁক ডাঁক দিয়ে আবার ঘুমিয়ে পরে। তবে হ্যাঁ , মাসে মাসে বেতন কিন্তু তারা সময় মতো নেন, তা না'হলে সেটা হবে মানবাধিকার লংঘন।
মানবাধিকার লঙ্ঘিত হওয়ার পর মানবাধিকার কমিসনের টনক নড়ে। এর পূর্বে অভিযোগ পাওয়ার পর ও মানবাধিকার কমিসন কোন প্রকৃত সাড়া বা ব্যবস্থা নেয়না। নিজেই ভুক্তভোগি। জাতীয় মানবাধিকার কমিসনে অভিযোগ করার পর ও কোনরুপ প্রতিকারের ব্যবস্থা না করে অভিযোগ নথিজাত করে নিলেন। অভিযোগকারিকে জানানোর প্রয়োজন ও বোধ করলেন না।
এরকম বিবৃতি দিলেই এসব বন্দ্ব হবেনা,শুধু একজন 'মুশতাক" নয় এরকম হাজারো "মুশতাক" এর উপর চলছে জুলুম নির্যাতন।নিয়ন্ত্রিত গণতন্ত্র,বিচার হীনতার সংস্কৃতি স্বাধীনতার সমস্ত অর্জন আজ বিলীন।
Nurun Nabi
২৮ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ৯:১৩Digital Bangladesh do not have Digital Human Rights Commission. I do not see any rights for Mustak. He is dead now. What he will do with Digitization ? Many Many Many Musstak's do not need Digitization.