ঢাকা, ১২ এপ্রিল ২০২১, সোমবার
খুলনায় ওষুধ ব্যবসায়ী হত্যা, ৫ জনের যাবজ্জীবন
অনলাইন
অনলাইন ডেস্ক
(১ মাস আগে) ফেব্রুয়ারি ২৮, ২০২১, রবিবার, ২:৩৬ অপরাহ্ন
খুলনার কয়রা উপজেলায় ওষুধ ব্যবসায়ী আকবর আলী হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। রোববার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে পাঁচ আসামি উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মামুন গাজী, মোশারফ হোসেন, নুরুর রহমান, শেখ সাজিদুর রহমান ও শেখ মতিয়ার রহমান।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ২৬ জুলাই জমি নিয়ে দ্বন্দ্বের জেরে আকবর আলীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় একদিন পর নিহতের ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।