× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ঝড়ের গতিতে কাজ চলছে -পুতুল

বিনোদন

ফয়সাল রাব্বিকীন
১ মার্চ ২০২১, সোমবার

ক্লোজআপ ওয়ান তারকা সাজিয়া সুলতানা পুতুল বর্তমানে গান নিয়ে বেশ ব্যস্ত হয়ে উঠেছেন। ব্যস্ত বলতে বলা চলে তুমুল ব্যস্ততাই যাচ্ছে এখন তার। করোনা পরিস্থিতির শুরুর কয়েক মাস একদমই কাজ করেননি পুতুল। তবে গত কয়েক মাস ধরে বিরতিহীন কাজ করে চলেছেন এ গায়িকা। তারই ধারাবাহিকতায় বেশ কয়েকটি নতুন গানের প্রকল্প হাতে নিয়েছেন। পাশাপাশি স্টেজ ও চ্যানেলের অনুষ্ঠানেও নিয়মিত অংশ নিচ্ছেন। এরইমাঝে গানের বাইরে নিজের পরবর্তী বইয়ের কাজও শেষ করে ফেলেছেন, যেটা প্রকাশ পাবে একুশে বইমেলায়। সব মিলিয়ে ব্যস্ততা কেমন চলছে? পুতুল বলেন, ঝড়ের গতিতে কাজ চলছে।
সত্যি বলতে করোনার প্রথম দিকে কাজ একদমই করিনি বললে চলে। তবে এখন অনেক কাজ রয়েছে হাতে। গানের কাজের পাশাপাশি আমার বই প্রকাশের প্রস্তুতি নিয়েও ব্যস্ততা যাচ্ছে। নতুন গানের কি খবর? পুতুল উত্তরে বলেন, নতুন অনেক গান আসছে। এরমধ্যে আশীষ দেব রায়ের কথা-সুরে এবং সৈয়দ রেজা আলীর কম্পোজিশনে বেশ কিছু গান করছি। এরমধ্যে দুটি গান প্রকাশ হয়েছে। বাকী গান আসবে সামনে। আরো একটি প্রকল্প করছি নজরুল সংগীতের। খুব এক্সপেরিমেন্টাল একটি প্রকল্প। পুরো একটি অ্যালবাম হবে এটারও। এর সংগীতায়োজন করছেন সৈয়দ রেজা আলী। এছাড়া একটি ব্যান্ড আমাকে ফিচার করছে। সে গানটির কাজও চলছে। নিজের সুর ও সংগীতে ‘পুতুল গান’ প্রকল্পের কি খবর? এ গায়িকা বলেন, পুতুল গান নামে আমার যে অ্যালবামগুলো প্রকাশ হয়েছে তার প্রতি শ্রোতাদের আলাদা আগ্রহ ছিলো। এ প্রকল্পের নতুন অ্যালবামের কথা, সুর ও সংগীতের কাজ খুব দ্রুতই শুরু করবো। স্টেজের খবর কি? পুতুল বলেন, স্টেজ শো ধীরে ধীরে বাড়ছে। তবে আরো সময় লাগবে স্বাভাবিক হতে। এবারও তো একুশে গ্রন্থমেলায় বই বের হচ্ছে আপনার। সে সম্পর্কে জানতে চাই। পুতুল বলেন, এবার আমার বইয়ের নাম ‘এক শিল্পীসত্তার ব্যবচ্ছেদ এবং তার আতœজীবনীর ভগ্নাংশ’। এটি আতœজীবনীমূলক একটি বই। মেলা শুরু হচ্ছে ১৮ই মার্চ থেকে। প্রথম দিন থেকেই বইটি পাঠকরা পাবেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর