× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

আকিজ ভেনচার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সৈয়দ আলমগীরের যোগদান

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৩ বছর আগে) মার্চ ১, ২০২১, সোমবার, ৮:৩৭ অপরাহ্ন

সম্প্রতি দেশের কিংবদন্তী বিপণন ব্যক্তিত্ব আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ আলমগীর আকিজ ভেনচার লিমিটেডে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগ দিয়েছেন। জনাব আলমগীর জাতীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে বিপণনে তার অবদান এবং সাফল্যের জন্য একজন সম্মানিত ব্যক্তি। তিনি এই উপমহাদেশের একমাত্র ব্যক্তি, যার বিপণন সাফল্য প্রিন্সিপালস অফ মার্কেটিং বইটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বইটি ড. ফিলিপ কোটলার রচিত যিনি বিশ্বব্যাপী বিপণনের জনক হিসাবে বিবেচিত। বিশ্বজুড়ে এই বইটি মার্কেটিং শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক হিসেবে ক্লাসে পড়ান হয়।

২০১৯ সালে চ্যানেল আই এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম জনাব আলমগীরকে “মার্কেটিং সুপারস্টার” উপাধিতে ভূষিত করেন, যা মার্কেটিং খাতে বাংলাদেশে সর্বোচ্চ পদক। এছাড়াও তিনি দেশে বিদেশে বিপনন খাতে আরও অনেক পুরষ্কার প্রাপ্ত। পাশাপাশি মি. আলমগীর ২০১৮ সাল থেকে জাতিসংঘের অঙ্গসংস্থাা ইউনিসেফের বেসরকারী সেক্টরের উপদেষ্টা বোর্ডের একজন বিশিষ্ট সদস্য।
তিনি অন্যান্য বেশ কয়েকটি সংঘেরও সভাপতিত্ব করেন।
জনাব আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন এবং যুক্তরাষ্ট্রের নিউ ক্যাসলস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন।

জনাব আলমগীর আইবিএ থেকে পড়াশোনা শেষে, মে অ্যান্ড বেকার লিমিটেডে তার কর্মজীবন শুরু করেছিলেন। তিনি ১৯৯২ সালে গ্রুপ মার্কেটিং ডিরেক্টর হিসাবে যমুনা গ্রুপে যোগদান করেন। ১৯৯৮ সালে এসিআই লিমিটেডে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে যোগদান করেন এবং পরবর্তীতে ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হন। জনাব সৈয়দ আলমগীর এসিআই কনজিউমার ব্র্যান্ডস, এসিআই সল্ট লিমিটেড, এসিআই পিওর ফ্লাওয়ার লিমিটেড এবং এসিআই ফুডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। তিনি এসিআইয়ের বৈদেশিক যৌথ ভেনচারসহ বেশ কয়েকটি সংস্থার বোর্ড সদস্য।

জনাব আলমগীর বেশ কয়েক বছর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয় এবং ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের পার্টটাইম ফ্যাকিল্টি ছিলেন। অত্যন্ত সফল, অভিজ্ঞ এবং কিংবদন্তীতুল্য এই ব্যবসয়িক কর্মকর্তা এখন থেকে আকিজ ভেনচার লিমিটেড এবং এর অঙ্গসংস্থা আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং চীফ এক্সিকিউটিভ অফিসার এর দায়িত্ব পালন করবেন। খুব শীঘ্রই তিনি তার কৌশলী এবং উদ্ভাবনী ব্যবসায়িক ধারনা দিয়ে আকিজ ভেনচার লিমিটেড এবং এর অঙ্গসংস্থা আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে স ারিত করবেন নতুন গতি এবং উদ্যম এমনটাই বিশ^াস আকিজ পরিবারের। জনাব সৈয়দ আলমগীরের সাথে যাত্রা হবে শুভ ও অনন্য, এই প্রত্যাশায় জনাব সৈয়দ আলমগীর এর সাথে নতুন পথচলা শুরু হলো আকিজ ভেনচারের।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর