× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

জুড়ীতে প্রশান্তি ইউকে’র সংবাদ সম্মেলন

বাংলারজমিন

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
২ মার্চ ২০২১, মঙ্গলবার

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অসচ্ছল পরিবারের সুবিধাবঞ্চিত গর্ভবতী মহিলাদের নিয়ে কাজ করা মানবিক সংস্থা ‘প্রশান্তি’ সংবাদ সম্মেলন করেছে। গতকাল সকাল সাড়ে ১১টায় শহরের আধুনিক (প্রা.) হাসপাতালে সংস্থাটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন প্রত্যয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার। এতে উপস্থিত ছিলেন ইংল্যান্ড সুপ্রিম কোর্টের আইনজীবী ছহুল আহমেদ, সাবেক পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, সাবেক ব্যাংকার মো. মুজিবুর রহমান, বিশিষ্ট রাজনীতিক মো. আব্দুল কাদির দারা, মো. মাসুক আহমদ, প্রশান্তির প্রজেক্ট অফিসার মো. লুৎফুর রহমান ও প্রশান্তির সিনিয়র মিডওয়াইফ অপর্ণা রুদ্র পাল। লিখিত বক্তব্যে জানানো হয় উপজেলার ৬টি ইউনিয়নের গরিব, অসহায়, সুবিধাবঞ্চিত গর্ভবতী মহিলাদের নিয়ে ‘প্রত্যয় উন্নয়ন সংস্থা’ ‘প্রশান্তি’ ইউকে- এর স্থানীয় প্রতিনিধি হিসেবে প্রশান্তি হেল্‌থি লিভিং সেন্টার (প্রশান্তি) কাজ করে যাচ্ছে। সংস্থাটির কাজের পরিধি ধীরে ধীরে বাড়ছে। ২০১১ সাল থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত সংস্থাটি সর্বমোট ১৩০০ গরিব ও দুস্থ গর্ভবতী মাকে বিনামূল্যে গর্ভকালীন সেবা প্রদান করা হয়েছে। এরমধ্যে ১২০০ গর্ভবতী মাকে সুষ্ঠুভাবে নিরাপদে ডেলিভারি সেবা প্রদান করা হয়। যাতে ৫৩৪ জন ছেলে এবং ৫৬৯ জন মেয়ে শিশু জন্ম নেয়।

 
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর