× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রথম ক্রিকেটার হিসেবে ‘১০০ মিলিয়ন’ স্পর্শ কোহলির

খেলা

স্পোর্টস ডেস্ক
২ মার্চ ২০২১, মঙ্গলবার

মাঠের ভেতরে কিংবা বাইরে সব জায়গায়ই তুমুল জনপ্রিয় বিরাট কোহলি। এর প্রমাণ মিললো তার সোশ্যাল অ্যাকাউন্টে। প্রথম ক্রিকেটার হিসেবে ভারত অধিনায়কের ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ১০০ মিলিয়ন ছাড়ালো। বিশ্বের চতুর্থ অ্যাথলেট হিসেবে এই নজির গড়লেন বিরাট। ক্রীড়াবিদদের মধ্যে প্রথম তিনে রয়েছেন যথাক্রমে ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি এবং নেইমার। তারপরই কোহলির অবস্থান।

অনন্য এই অর্জনে কোহলিকে অভিনন্দন জানিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। কোহলি ছাড়া অন্য কোনো ক্রিকেটার ১০০ মিলিয়নের ধারেকাছেও নেই।

ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যার দিক থেকে এগিয়ে পর্তুগিজ সুপারস্টার রোনালদো। তার ফলোয়ার সংখ্যা ২৬৫ মিলিয়ন।
অর্থাৎ ২৫ কোটিরও বেশি। বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ফলোয়ার সংখ্যা ১৮৬ মিলিয়ন বা প্রায় ২০ কোটি। ১৪৭ মিলিয়ন ফলোয়ার নিয়ে তৃতীয় স্থানে অবস্থান প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারের।

এর আগে আয়ের নিরিখে একাধিক রেকর্ড গড়েন কোহলি। আয়ের নিরিখে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ক্রীড়াবিদদের মধ্যে প্রথম দশে রয়েছেন ভারতীয় এই ক্রিকেটার।
এই অর্জন দিয়ে বলিউড তারকাদেরও পিছনে ফেলেছেন বিরাট। দীপিকা পাড়–ুকোন, রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপড়ার মত বলিউড তারকাদের। ভারতের মধ্যে সেলিব্রেটি ব্র্যান্ড ভ্যালুর বিচারে প্রথম রয়েছেন কোহলি। এই মুহূর্তে বিরাটের ব্র্যান্ড ভ্যালু ২৩৭.৭ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশি ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার সংখ্যা সাকিব আল হাসানের। বিশ্বসেরা অলরাউন্ডারের অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা ২.৪ মিলিয়ন। মুশফিকের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ১.৩ মিলিয়ন। ওয়ানডে অধিনায়ক তামিমের রয়েছে ৮ লক্ষ ৯৫ হাজার ফলোয়ার। অন্যদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার ফলোয়ার সংখ্যা ১ লক্ষ ১৯ হাজার।
 
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর