× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

দুই দিনেই আফগানদের উড়িয়ে দিলো জিম্বাবুয়ে

খেলা

স্পোর্টস ডেস্ক
৩ মার্চ ২০২১, বুধবার

দুই দিনেই আফগানিস্তানকে হারালো জিম্বাবুয়ে। আরব আমিরাতের আবুধাবিতে প্রথম টেস্টে আফগানদের ১০ উইকেটে হারিয়েছে রোডেশিয়ানরা। আঙুলের চোটের কারণে এই টেস্টে ছিলেন না রশিদ খান। প্রথম ইনিংসে আফগানিস্তানের করা ১৩১ রানের জবাবে ২৫০ রান করে জিম্বাবুয়ে। আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে ১৩৫ রান করলে জিম্বাবুয়ের জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭ রান। ২০ বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে। আফগানদের বিপক্ষে খেলা প্রথম টেস্টে ১০ উইকেটের জয়ে অসাধারণ মাইলফলকে শেন উইলিয়ামসের দল। সব সংস্করণে দেশটির ক্রিকেট ইতিহাসে উইকেটের ব্যবধানে এটাই সবচেয়ে বড় জয়।

আগের দিনের ৫ উইকেটে ১৩৩ রান নিয়ে বুধবার শেখ জায়েদ স্টেডিয়ামে শুরুটা দারুণ করে আফগানরা।
দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারেই সিকান্দার রাজাকে (৪৩ রান) ফিরিয়ে সাফল্য এনে দেন আমির হামজা। সপ্তম উইকেটে রেজিস চাকাভাকে নিয়ে ৭৫ রানের জুটি গড়েন শেন উইলিয়ামস। চাকাভা ৪৪ রানে ফিরলেও একপ্রান্তে অবিচল থাকেন উইলিয়ামস। টেলএন্ডারদের নিয়ে উইলিয়ামসের লড়াকু ব্যাটিংয়ে আড়াই’শ ছোঁয় জিম্বাবুয়ের প্রথম ইনিংস। তার আগে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। দশম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ১৭৪ বলে ১০ বাউন্ডারিতে খেলেন ১০৫ রানের ইনিংস। ক্যারিয়ার সেরা বোলিংয়ে আফগান বাঁহাতি স্পিনার আমির হামজা ৭৫ রানে নেন ৬ উইকেট।

১১৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। ২১ রানে হারায় ৫ উইকেট। ৮১ রানে ৭ উইকেট হারিয়ে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়ে আফগানরা। তবে একপ্রান্ত আগলে দারুণ দৃঢ়তা দেখান ওপেনার ইব্রাহিম জাদরান। আমির হামজাকে নিয়ে অষ্টম উইকেটে ৪৮ রানের জুটি গড়েন ইব্রাহিম। আফগান ওপেনারকে ৭৫ রানে ফিরিয়ে থিতু হয়ে যাওয়া জুটি ভাঙেন ডোনাল্ড টিরিপানো। আফগানিস্তানের শেষ দুই ব্যাটসম্যানও শিকার টিরিপানোর। দ্বিতীয় ইনিংসে মাত্র তিন আফগান ব্যাটসম্যান ছুঁয়েছেন দুই অঙ্ক। পাঁচজন ফিরেছেন রানের খাতা খোলার আগেই। ৩টি করে উইকেট নেন টিরিপানো ও ভিক্টর নাউচি।

১০ই মার্চ দু’দলের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে আবুধাবিতেই। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর