বাংলারজমিন
শিবগঞ্জে স্বামী পরিত্যক্তা নারীকে গলা কেটে হত্যা
চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি
২০২১-০৩-০৫
চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে জবনা পাল নামে এক স্বামী পরিত্যক্তা নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত নারী শিবগঞ্জ পৌর এলাকার মৃত হেমপালের মেয়ে জবনা পাল (৫২)। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আসাদ জানান, জবনা পাল ছেলে, ছেলের বউ ও ছোট নাতিকে নিয়ে কুমারপাড়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতো। গতকাল সকালে এলাকাবাসী জানায়, ওই স্বামী পরিত্যক্তা নারীকে জবাই করে হত্যা করা করা হয়েছে। এমন খবরে ঘটনাস্থল হতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তবে কি কারণে হত্যা হয়েছে তা জানা যায়নি। এদিকে, নিহতের ভাই জনপাল জানান, নিহত জবনা পাল কাঁথা সেলাইয়ের কাজ করে নিজেই সংসার চালাতো। তিনি হত্যাকারীদের আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানান।