অনলাইন

গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচন

সভাপতি-সম্পাদকসহ ৫ পদে বিএনপি বিজয়ী

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

২০২১-০৩-০৫

বার কাউন্সিল নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫টি পদে এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ২টি সহ-সভাপতি পদসহ ১৭টি পদে নির্বাচিত হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে জাকিরুল ইসলাম বিজয়ী হয়েছেন। রাতভর ভোট গননা শেষে আজ শুক্রবার সকালে এই ফলাফল ঘোষণা করা হয়। বিপুল উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন।আইনজীবী সমিতির হলরুমে অনুষ্ঠিত নির্বাচনে  মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম  মোজাম্মেল হক, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও দুপুরে তাদের ভোট দেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status