× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

দুর্দান্ত সেঞ্চুরিতে ইংলিশদের মনোবল গুঁড়িয়ে দিলেন পন্ত

খেলা

স্পোর্টস ডেস্ক
৫ মার্চ ২০২১, শুক্রবার

গত জানুয়ারিতেই ঋষভ পন্ত’র দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জেতে ভারত। ব্রিসবেনে সিরিজ নির্ধারণী টেস্টে দলের বিপর্যয়ের সময় নেমে আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ১৩৮ বলে খেলেন অপরাজিত ৮৯ রানের ইনিংস। আরো একবার বিপর্যয়ের সময় প্রতিরোধ গড়লেন। আত্মবিশ্বাসী আর আগ্রাসী ব্যাটিংয়ে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি। পন্ত’র ১১৮ বলে ১০১ রানের ইনিংসে আহমেদাবাদ টেস্টের নিয়ন্ত্রণে ভারত। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ২০৫ রানের জবাবে ৭ উইকেটে ২৯৪ রানে দ্বিতীয় দিন শেষে করেছে স্বাগতিকরা। ৮৯ রানে এগিয়ে ভারত।

আগের দিনের ১ উইকেটে ২৪ রান নিয়ে শুক্রবার দ্বিতীয় দিন শুরু করে ভারত। সফরকারীদের বোলিং তোপে ৮০ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।
রানের খাতা খুলতে পারেননি বিরাট কোহলি। পঞ্চম উইকেটে রোহিত শর্মার সঙ্গে জুটি বাঁধেন পন্ত। হাফ সেঞ্চুরি থেকে ১ রান দূরে থাকতে বেন স্টোকসের বলে এলবিডব্লিউয়ের শিকার হন রোহিত। কিছুক্ষণ পর ফেরেন রবিচন্দ্রন অশ্বিনও। ১৪৬ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারত ম্যাচে ফেরে পন্ত-ওয়াশিংটন সুন্দরের সপ্তম উইকেট জুটিতে। ৮২ বলে ফিফটিতে পৌঁছান পন্ত। ওয়াশিংটনের সঙ্গে পন্ত’র জমে ওঠা জুটি ভাঙতে ইংলিশরা অপেক্ষায় ছিল নতুন বলের। ৮১তম ওভারে নতুন বলে জেমস অ্যান্ডারসনকে প্রথম দুই বলেই বাউন্ডারি হাঁকান পন্ত। এরপর অ্যান্ডারসনকে বাউন্ডারি হাঁকিয়ে নব্বইয়ের ঘরে পৌঁছান। জো রুটকে ছক্কা মেরে সেঞ্চুরি স্পর্শ করেন। ঘরের মাঠে প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পান এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ধীর গতিতে ফিফটি ছুঁলেও সেঞ্চুরি তুলে নিতে পরের ৫০ রান করেন ৩৩ বলে। সপ্তম উইকেটে পন্ত-ওয়াশিংটন যোগ করেন ১১৩ রান।

১০১ রান করে পন্ত ফিরলেও স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর অপরাজিত রয়েছেন ৬০ রানে। অক্ষর প্যাটেল অপরাজিত ১১ রানে। জেমস অ্যান্ডারসনের শিকার ৩ উইকেট।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর