তুরস্কের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন লেফটেন্যান্ট জেনারেলসহ ১০ সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছে আরো ৩ সেনা। বৃহস্পতিবার দেশটির দক্ষিণপূর্ব অঞ্চলে এক দুর্ঘটনার কারণে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, দেশটির বিঙ্গোল প্রদেশ থেকে হেলিকপ্টারটি যাত্রা শুরু করেছিল। উড্ডয়নের ৩০ মিনিটের মাথায় এটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিধ্বস্তের স্থানে একটি উদ্ধার অভিযান চালানো হচ্ছে। কীভাবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো তা স্পষ্ট করে জানায়নি তুরস্ক।
আহত সেনাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Sadik md. iqball hos
৬ মার্চ ২০২১, শনিবার, ৮:২০তুরস্কের হেলিকাপ্টার দূরঘটনায় নিহত পত্যেক ভায়ের প্রতি রইল দোয়া।