বাংলারজমিন

বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, মামলা

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

২০২১-০৩-০৬

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনায় বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি চাকরি বা টাকা কোনোটাই ফেরত না পেয়ে নিরূপায় হয়ে আদালতে মামলা দায়ের করেছে। মামলার বিবরণ সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামের আব্দুস সাত্তার মোড়লের ছেলে আলীমুল মোড়লকে শোভনা গ্রামের রেজা সরদারের স্ত্রী নার্গিস বেগম বিদেশে চাকরি দেয়ার কথা বলে ২০১৮ সালের ১৯শে জুন ৩শ’ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে সাক্ষীদের সম্মুখে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে ৩ মাস অর্থাৎ ওই বছরের ১লা সেপ্টেম্বরের মধ্যে বিদেশে চাকরি দেয়ার ওয়াদা করেন। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে চাকরি দিতে ব্যর্থ হলে বাদী একই বছরের ৭ই অক্টোবর খুলনার পুলিশ সুপার বি সার্কেল বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর আসামিকে তার দপ্তরে তলব করলেও বিবাদীকে কোনো টাকা পয়সা ফেরত দেয়নি। এরপর ২০২০ সালের ১৮ই নভেম্বর আইনজীবীর মাধ্যমে আসামিকে লিগ্যাল নোটিশ দিলে গত ২২শে নভেম্বর তিনি নোটিশপ্রাপ্ত হন। পরবর্তীতে গত ২৫শে ডিসেম্বর আঠারমাইল বাজারে দেখা হলে বিবাদী টাকা ফেরত দিতে অস্বীকার করেন।
নিরূপায় হয়ে গত ২৫শে জানুয়ারি আব্দুস সাত্তার মোড়লের স্ত্রী মোছা. জামেনা বেগম বাদী হয়ে শোভনা গ্রামের রেজা সরদারের স্ত্রী মোছা. নার্গিস বেগমকে আসামি করে খুলনার বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।
জামেনা বেগম বলেন, মামলা করে বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছি। বিবাদীর স্বামী রেজা সরদার মামলা তুলে নেয়ার জন্য তাদেরকে জীবননাশের হুমকি দিচ্ছে। বিবাদীর স্বামী রেজা সরদার তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
 
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status