অনলাইন
রাজধানীতে ৩ ছাত্রদল নেতা আটক
স্টাফ রিপোর্টার
২০২১-০৩-০৫
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তিন নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত আটটায় রাজধানীর হাতিরপুল এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আটককৃতরা হলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহাবুব মিয়া, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন, মোঃ আল-আমিন। এই ঘটনার নিন্দা জানিয়ে রিজভী আহমেদ বলেন, সরকার বিরোধী দলের নেতাকর্মীদের দমন করার জন্যই সারা দেশে গ্রেপ্তার কার্যক্রম চালাচ্ছে। এরই অংশ হিসেবে আজ ছাত্রদলের তিন নেতাকে আটক করেছে সরকারের পেটোয়া বাহিনী। আমি আটককৃতদের অবিলম্বে মুক্তি দাবি করছি।