× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

কমনওয়েলথের শীর্ষ ৩ নারী নেতৃত্বের তালিকায় শেখ হাসিনা

অনলাইন

কূটনৈতিক রিপোর্টার
(৩ বছর আগে) মার্চ ৬, ২০২১, শনিবার, ৫:২৩ অপরাহ্ন

কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় নেতৃত্ব দেয়া শীর্ষ তিন অনুপ্রেরণীয় নারী নেতার তালিকায় স্থান করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষে দেয়া বিশেষ ঘোষণায় মহামারি মোকাবিলায় সফল ৩ নেতার নাম ঘোষণা করেন কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি। তারা হলেনÑবাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ও বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলি। মহাসচিব তার ঘোষণায় বলেন, আমি কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে তিন জন বিস্ময়কর নারী নেতৃত্বের কথা উল্লেখ করতে চাই, যারা কোভিড-১৯ মহামারি চলাকালে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন এবং যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করেছেন। আরও অনেক নারীর পাশাপাশি এই তিন নেতা আমাকে নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্যে সম্মিলিত সুন্দর ভবিষ্যত ও কল্যাণময় বিশ্ব গড়ে তোলার অনুপ্রেরণা যুগিয়েছেন। উল্লেখ্য, কমনওয়েলথ অব নেশন্স অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন ৫৪ স্বাধীন জাতি-রাষ্ট্রের জোট। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তান এর সদস্য। বৃটেন ওই জোটের নেতৃত্বে রয়েছে।
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে কমনওয়েলথ কাজ করে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর