× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

‘ইত্যাদি’র পুনঃপ্রচার আজ

বিনোদন

স্টাফ রিপোর্টার
৭ মার্চ ২০২১, রবিবার

আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর ‘ইত্যাদি’র পটুয়াখালী জেলার সাগরকন্যা কুয়াকাটায় ধারণকৃত পর্বটি প্রচার হবে। পেছনে সমুদ্র আর দু’পাশে অর্ধ শতাধিক মাছ ধরার নৌকা রেখে কুয়াকাটার ঐতিহ্য তুলে ধরে নির্মিত মঞ্চে এই পর্বটি ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ধারণ করা হয়। ‘ইত্যাদি’র এই পর্বে রয়েছে বেশ কয়েকটি সামাজিক, শিক্ষামূলক ও অনুসন্ধানী প্রতিবেদন। পটুয়াখালী ও কুয়াকাটার আকর্ষণীয় স্থানগুলোর ওপর তথ্যভিত্তিক প্রতিবেদনসহ, সদর উপজেলার নন্দীপাড়ার আবদুর রাজ্জাক বিশ্বাসের সাপের খামারের ওপর রয়েছে প্রতিবেদন। ১৯৯৫ সালের ২৯শে সেপ্টেম্বর প্রচারিত ইত্যাদিতে পটুয়াখালী জেলার বাউফলের ধুলিয়া গ্রামের মোতালেবের বর্তমান গ্রাম উন্নয়ন কর্মকাণ্ড এবং সিরাজগঞ্জ ও যশোর জেলার দু’টি গ্রামে কৃত্রিম ও প্রাকৃতিক উপায়ে মধু আহরণের ওপর রয়েছে দু’টি ব্যতিক্রমী প্রতিবেদন। সবশেষে রয়েছে কুয়াকাটার নবীনপুর গ্রামের সাগর বন্ধু মন্নান মাঝির নিঃস্বার্থ মানবিক কর্মকাণ্ডের ওপর একটি প্রতিবেদন। প্রতি পর্বেই ‘ইত্যাদি’র বিদেশি পর্বের প্রতি দর্শকদের আলাদা আগ্রহ ও কৌতূহল থাকে। এবার বিদেশি পর্বে রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দক্ষিণ আফ্রিকার বিধানিক রাজধানী কেপটাউনে অবস্থিত পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্য টেবিল মাউন্টেনের ওপর একটি বিশেষ প্রতিবেদন।
এবার ইত্যাদিতে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী ও পটুাখালীর সন্তান রেজওয়ানা চৌধুরী বন্যা। এ ছাড়াও পটুয়াখালীকে নিয়ে লেখা একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন এ জেলারই স্থানীয় নৃত্যশিল্পীবৃন্দ। যা এবারের ইত্যাদির একটি বিশেষ আকর্ষণ। রয়েছে মামা-ভাগ্নে, নানি-নাতি, চিঠিপত্র, দর্শক পর্বসহ বিভিন্ন সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে নাট্যাংশ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ। যথারীতি ‘ইত্যাদি’ স্পন্সর করেছে কেয়া কসমেটিক্‌স লিমিটেড।
 
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর