× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

বৃটেনে ২২ মিলিয়ন মানুষের ভ্যাকসিন গ্রহণ

অনলাইন

খালেদ মাসুদ রনি, বৃটেন থেকে
(৩ বছর আগে) মার্চ ৭, ২০২১, রবিবার, ১০:৪৩ পূর্বাহ্ন

বৃটেনে লকডাউন চলমান থাকার পাশাপাশি করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ চলছে দ্রুতগতিতে। ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় অনেকটা এগিয়ে রয়েছে দেশটি। গত এক বছরে করোনা ভাইরাসে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি মানুষ এখানেই মারা গেছেন। যার ফলে বিশ্বের প্রথম দেশ হিসেবে সরকার সবার আগে ভ্যাকসিন অনুমোদন ও প্রয়োগ শুরু করে। এ পর্যন্ত দেশটিতে ২২ মিলিয়নের ওপরে মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছেন। এমন পরিস্থিতিতে দেশটিতে কমে গেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। জাতীয় পরিসংখ্যান অফিসের প্রধান একে লকডাউনের সাফল্য হিসাবে অবহিত করেছেন। পরিস্থিতির উন্নতি হওয়ায় চার ধাপে লকডাউন প্রত্যাহারের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার।
এদিকে, সারাদেশে টিকাদান গতি লক্ষ করা গেলেও দেশটির ৩১৪টি স্থানীয় সরকারের মধ্যে লন্ডন শহরের বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ভ্যাকসিন গ্রহণের গতি সর্বনি¤œ।
সর্বাধিক গ্রহণ করেছেন এসেক্স এর টেন্ডারিং কাউন্সিল। সেখানে ৫১ শতাংশ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। ইংল্যান্ডের মোট জনসংখ্যার ১৬-উর্ধ্ব বয়সের প্রায় ৩৮ ভাগ মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। তবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে এ হার মাত্র ১৮ শতাংশ। টেন্ডারিং কাউন্সিলে ১ লক্ষ ৩০ হাজার মানুষের মধ্যে ভ্যাকসিন গ্রহণ করেছেন প্রায় ৬৫ হাজার ৭৭৪ জন। আর বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে প্রায় ৩ লক্ষ মানুষের মধ্যে ভ্যাকসিন গ্রহণ করেছেন প্রায় ৪৩ হাজার ৩৩৫ জন। অপরদিকে, শনিবার ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুবরণ করেছেন ১৫৮ জন, গত শুক্রবার ছিলো ২৩৬ জন, জন, বৃহস্পতিবার ছিলো ২৪২ জন। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৪১৯ জন। একই সাথে বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় আক্রান্ত ছিলেন ৬,০৪০ জন। শুক্রবার ছিলো ৫,৯৪৭ জন, বৃহস্পতিবার ছিলো ৬,৫৭৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ৪২ লক্ষ ১৩ হাজার ৩৪৩ জন। হাসপাতালে রোগী ভর্তি রয়েছেন ১০ হাজার ৮৯৮ জন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর