× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

সোনাইমুড়ীতে জাহানারা হাসপাতালের অনিয়ম তদন্তে কমিটি গঠন

বাংলারজমিন

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
৮ মার্চ ২০২১, সোমবার

 অনিয়ম-প্রতারণার অভিযোগে সোনাইমুড়ী জাহানারা হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী ডা. সালমার বিরুদ্ধে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন। তদন্ত কমিটিকে আগামী বুধবারের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. মোস্তাক আহমেদকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, হাসপতালের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও পরিচালক সালমা আক্তার এফসিপিএস পাস নয়, তবুও নিজস্ব প্যাডে, চটকদার ভিজিটিং কার্ডে ও বিভিন্ন প্রচারপত্রের লিফলেটে এফসিপিএস পাস লিখে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছে। এ ছাড়া ভুল চিকিৎসা দেয়া, ইচ্ছামতো ফি আদায়, রোগীদের সঙ্গে দুর্ব্যবহার, অনঅভিজ্ঞ ডাক্তার, নার্স দিয়ে চিকিৎসা দেয়া ও সিজার বাণিজ্যসহ নানা অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, অনিয়মের অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর