× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

সিরিয়ার প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি করোনায় আক্রান্ত

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৩ বছর আগে) মার্চ ৮, ২০২১, সোমবার, ৭:২৯ অপরাহ্ন

করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার স্ত্রী আসমার। সিরিয়ান আরব নিউজ এজেন্সিতে (সানা) প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। তবে প্রেসিডেন্ট ও ফার্স্টলেডির সংক্রমণ ততো মারাত্মক নয়। তাদের হালকা লক্ষণ দেখা দিয়েছে। সংক্রমণ সনাক্ত করতে পিসিআর টেস্ট করা হয়েছে তাদের। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে বাশার আল আসাদের বয়স এখন ৫৫ বছর। তাকে সুস্বাস্থ্যের অধিকারী এবং স্থিতিশীল বলে বর্ণনা করা হয়েছে।
করোনা ধরা পড়ায় এই দম্পতি দুই থেকে তিন সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে থাকবেন। তারপর সরকারি দায়িত্বে ফিরবেন। বাশার আল আসাদ ও তার শাসনের বিরুদ্ধে বিদ্রোহের ১০ম বর্ষ উদযাপনের মাত্র কয়েকদিন আগে এ ঘোষণা দেয়া হলো। দক্ষিণাঞ্চলীয় শহর দারা’তে সরকারবিরোধী দেয়ালচিত্র অংকনের অভিযোগে একদল শিশুকে অপহরণ করে তাদের ওপর নির্যাতন করার অভিযোগে তার বিরুদ্ধে এই বিদ্রোহের সূচনা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর