× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

শাহজাদপুরে ককটেল বিস্ফোরণে মাদ্রাসা ছাত্র আহত

বাংলারজমিন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
৯ মার্চ ২০২১, মঙ্গলবার

সিরাজগঞ্জের শাহজাদপুরে কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলা করার সময় বিস্ফোরণে আব্দুল্লাহ সরকার (৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা বাজারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত আব্দুল্লাহ ওই গ্রামের ফল ব্যবসায়ী গোলাম মোস্তফার ছেলে।
এ বিষয়ে আহত শিশুর বাবা গোলাম মোস্তফা বলেন, এদিন সকাল থেকে ওই গ্রামের আব্দুস সালাম মাখনের বাড়ির পিছনের পুকুরটির সংস্কার কাজ করা হচ্ছে। সকাল ১০টার দিকে শিশু আব্দুল্লাহ সরকার (৭) মাদ্রাসা থেকে ফিরে ওই মাটিকাটার কাজ দেখতে যায়। এ সময় পাশের একটি পরিত্যক্ত পালানে রাখা মাটির স্তুপের মধ্য থেকে লাল টেপ দিয়ে মোড়ানো একটি কৌটা সদৃশ্য বস্তু কুড়িয়ে পায়। সেখানকার একটি সজনে গাছের সঙ্গে আঘাত করে ওই কাদামাটি ছাড়ানোর সময় ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় তার হাতের কয়েকটি আঙ্গুল ও মুখমণ্ডল ঝলসে যায়।
তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে শাহজাদপুর শিশু হাসপাতাল ও পরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে লাল ফিতা দিয়ে ঘিরে রেখেছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ছাড়া লাল ফিতা দিয়ে বিস্ফোরণ এলাকা ঘিরে রাখা হয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

 
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর