× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১০ মে ২০২৪, শুক্রবার , ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে শায়েস্তাগঞ্জের হাফেজ তারেক

অনলাইন

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
(৩ বছর আগে) মার্চ ১০, ২০২১, বুধবার, ১২:০২ অপরাহ্ন

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সোমবার (৯ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আফগান যুবাদের বিপক্ষে সিরিজ খেলার জন্য ১৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। অবশেষে চূড়ান্ত দলে সুযোগ পেল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার চরনুর আহমদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে হাফেজ মহিউদ্দিন তারেক। তারেক ছোটবেলা থেকেই পড়াশুনার পাশাপাশি ক্রিকেটকে আপন করে নিয়েছিল। কোরআনের হাফেজ তারেক বিকেএসপিতে ৫ বছর আগে ক্লাস সেভেনে ভর্তি হয়ে ইতোমধ্যে অনূর্ধ্ব ১৬, ১৭, ১৮ দলে খেলেছে। তারেক পেস বোলার হলেও ব্যাটিং খুব ভাল করতে পারে। সম্প্রতি ইয়ুথ টুর্নামেন্টে অলরাউন্ডার পারর্ফমেন্সের কারণে বিসিবি ঘোষিত ৪৫ জনের প্রাথমিক দলে সুযোগ পেয়েছিল তারেক।
তারেকের বড়ভাই মিজানুর রহমান রুমান বলেন, ছোট বেলা থেকেই তারেকের ক্রিকেটের প্রতি প্রচুর আগ্রহ ছিল। হাফেজি পড়ার পাশাপাশি তারেক নিয়মিত ক্রিকেট খেলতো।
তারেক যে বছর কোরআনে হাফেজ হয় সে বছরই বিকেএসপিতে সুযোগ পায়। বিকেএসপিতে নিয়মিত ভালো পারর্ফমেন্সের কারণে অনূর্ধ্ব ১৬, ১৭, ১৮ দলেও খেলেছে। আমাদের স্বপ্ন জাতীয় দলে শায়েস্তাগঞ্জের প্রতিনিধিত্ব করবে তারেক।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর