শিক্ষাঙ্গন
নতুন করে এমপিও পেলেন ১১২৮ শিক্ষক-কর্মচারী
স্টাফ রিপোর্টার
২০২১-০৩-১৫
নতুন করে এক হাজার ২৮ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। দেশের ৯টি আঞ্চলিক অফিসের এক হাজার ৪২০টি আবেদনের মধ্যে থেকে তাদের এমপিওভুক্ত করা হয়েছে।
সোমবার মাউশি’র মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভায় তাদের এমপিওভুক্তি দেয়া হয়। নিয়মিত এমপিও বৈঠকে মোট এক হাজার ৪২০টি আবেদন ছিল। তার মধ্যে যাচাই বাছাই করে এক হাজার ১২৮ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে। যেসব আবেদনে অসঙ্গতি ছিল সেগুলো আরও অধিক যাচাই বাছাই করে পরবর্তীতে এমপিও সভায় তোলা হবে বলে জানানো হয়।
সোমবার মাউশি’র মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভায় তাদের এমপিওভুক্তি দেয়া হয়। নিয়মিত এমপিও বৈঠকে মোট এক হাজার ৪২০টি আবেদন ছিল। তার মধ্যে যাচাই বাছাই করে এক হাজার ১২৮ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে। যেসব আবেদনে অসঙ্গতি ছিল সেগুলো আরও অধিক যাচাই বাছাই করে পরবর্তীতে এমপিও সভায় তোলা হবে বলে জানানো হয়।