ভারত
বাতাসে বারুদের গন্ধ, ভারি বুটের আওয়াজ, সীমান্ত সিল, ভোটের আগে থমথমে নন্দীগ্রাম (অডিও)
জয়ন্ত চক্রবর্তী, নন্দীগ্রাম
২০২১-০৩-৩১
ভোটের আগের রাতে এখন থমথমে নন্দীগ্রাম। কেন্দ্রীয় বাহিনীর খানাতল্লাশি চলছে গোটা নন্দীগ্রাম জুড়ে। বহিরাগতদের আটকাতে সিল করে দেয়া হয়েছে সীমান্ত। ঝড়ের আগে আকাশ যেমন নিস্তব্ধ হয় নন্দীগ্রামও যেন তাই। মমতা বন্দোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াইকে কেন্দ্র করে এখন রাজ্য রাজনীতি সরগরম। বৃহস্পতিবার সকাল আটটা থেকে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ছ'টা পর্যন্ত।
(বিস্তারিত শুনুন অডিওতে)