প্রতিদিনই কমছে টিকাগ্রহীতার সংখ্যা। এই পরিস্থিতিতে আগামীকাল বৃহস্পতিবার থেকে টিকার দ্বিতীয় ডোজের সঙ্গে প্রথম ডোজও চলবে। সারা দেশে গণটিকাদান কর্মসূচি শুরুর ৪৯তম দিনে আজ ভ্যাকসিন নিয়েছেন ১৩ হাজার ২৮ জন। এর মধ্যে ঢাকায় নিয়েছেন ২ হাজার ৯৬৭ জন। এ পর্যন্ত দেশে মোট টিকা নিয়েছেন ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন। এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ৫৩ হাজার ২৯১ জন এবং নারী ২১ লাখ ১৫ হাজার ৪১২ জন। টিকা নেয়ার পর সামান্য পাশর্^প্রতিক্রিয়া হয়েছে মোট ৯৩৯ জনের। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
অন্যদিকে আজ বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নিতে অনলাইনে মোট নিবন্ধন করেছেন ৬৯ লাখ ৭৫ হাজার ৯৩৯ জন।
গত ২৭শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণ টিকাদান শুরু হয় ৭ই ফেব্রুয়ারি থেকে।
কাজি
৭ এপ্রিল ২০২১, বুধবার, ১১:৫৩অথৈ সাগরে ভাসমান মানুষ খড়কুটো ধরে বাঁচাতে চায়। তেমনি এখন সময় হল না না অছিলায় বেঁচে থাকার চেষ্টা। টিকা নিন । বেঁচে থাকার হাতিয়ার। আল্লাহ্ ও তার নবী তাগিদ দিয়েছেন চেষ্টা করতে ।সাহায্যের মালিক তিনি। টিকা নিন টিকা নিন। টিকা নিন । ALLAH HELP THOSE WHO HELP THEMSELVES