× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

‘ইতিহাসের সেরা বিশ্বকাপ উপহার দেবে ভারত’

খেলা

স্পোর্টস ডেস্ক
৯ এপ্রিল ২০২১, শুক্রবার

নভেম্বর-ডিসেম্বরে ভারতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। দেশটিতে করোনা সংক্রমণ সাম্প্রতিক সময়ে রেকর্ড গড়েছে। প্রতিদিনই ভারতে কোভিড-১৯ এ আক্রান্ত হচ্ছে এক লাখেরও বেশি মানুষ। এরই মধ্যে আজ মাঠে গড়াচ্ছে আইপিএলের ১৪তম আসর। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আশা, কঠিন সময়ের মধ্যে সুষ্ঠুভাবে আইপিএল আয়োজিত হবে। ভারতের করোনার সংক্রমণের ঢেউয়ের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের বিকল্প ভেন্যু ভেবে রেখেছে আইসিসি। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী সেসব নিয়ে ভাবছেন না। সাবেক এই ভারতীয় অধিনায়ক উপহার দিতে চান ইতিহাসের সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আজ আইপিএলের উদ্বোধনী ম্যাচে লড়বে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স।
চেন্নাইয়ে উদ্বোধনী ম্যাচ দেখতে রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন সৌরভ। আমন্ত্রণপত্রে সৌরভ লিখেছেন, ‘আমি আশাবাদী আগামী মৌসুমে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আমরা ঘরোয়া ক্রিকেটসূচি সঠিকভাবে সম্পন্ন করতে পারবো এবং ইতিহাসের সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবো।’

২০১৬ সালে প্রথমবার সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ আয়োজন করে ভারত। সেবার সেমিফাইনাল থেকে বিদায় নেয় তারা। পাঁচবছর পর টানা দ্বিতীয়বার জনপ্রিয় ফরম্যাটের বিশ্ব আসর বসতে চলেছে ভারতে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর