× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

কাঁদছে বৃটেন

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৩ বছর আগে) এপ্রিল ১০, ২০২১, শনিবার, ১০:৪২ পূর্বাহ্ন

ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপের মৃত্যুতে কাঁদছে পুরো বৃটেন। বর্তমান রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ ৯৯ বছর বয়সে মারা যাওয়ায় তার প্রতি শ্রদ্ধা জানাতে আজ সারা বৃটেন থেকে ‘গান স্যালুট’ জানানো হবে। জিব্রাল্টার থেকে বৃটিশ ঔপনিবেশ আছে এমন প্রতিটি এলাকা থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। সমুদ্রে যুদ্ধজাহাজ থেকেও গান স্যালুট জানানো হবে বৃটিশ স্ট্যান্ডার্ড সময় দুপুর ঠিক ১২টায় অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। বৃটিনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টায় এক মিনিট পর পর লন্ডন, এডিনবার্গ, কার্ডিফ এবং বেলফাস্টের মতো শহর থেকে ৪১ রাউন্ড তোপধ্বনি করা হবে। এইচএমএস ডায়মন্ড এবং এইচএমএস মনট্রোজসহ সমুদ্রে থাকা রাজকীয় নৌবাহিনীর জাহাজ থেকেও সম্মানসূচক স্যালুট জানিয়ে ফায়ার করা হবে। কারণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডিউক অব এডিনবার্গ ছিলেন নৌবাহিনীর একজন কর্মকর্তা। তিনি ছিলেন লর্ড হাই এডমিরাল পদে।
তার প্রতি আজ স্যালুট জানানোর অনুষ্ঠান অনলাইন এবং টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। জনগণকে বাসায় বসে তা পর্যবেক্ষণ করতে উৎসাহিত করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার ৯৯ বছর বয়সে মারা যান ডিউক অব এডিনবার্গ। এর আগে রানী দ্বিতীয় এলিজাবেথের সাথে তিনি ৭৩ বছর দাম্পত্য সম্পর্কে যুক্ত ছিলেন। বৃটেনের রাজপরিবারের এত দীর্ঘ সময় কোনো স্বামী ক্ষমতায় অধিষ্ঠিত রানীর পাশে থাকার ইতিহাস নেই। তার মৃত্যুতে পুরো বৃটেনে শোক প্রকাশ করা হয়েছে। জাতীয় পতাকা রাখা হয়েছে অর্ধনমিত। সারা বিশ্ব থেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। সপ্তাহান্তে তার চূড়ান্ত অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। তা হবে সেন্ট জর্জেস চ্যাপেল, উইন্টসোরে। কিন্তু করোনা ভাইরাস মহামারির কারণে আয়োজনে কিছুটা সংশোধন আনা হয়েছে বলে কলেজ অব আর্মস জানিয়েছে। এতে বলা হয়েছে প্রয়াত ডিউককে রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। জনগণকে করোনার কারণে এসব অনুষ্ঠানে যোগ না দিতে অনুরোধ জানানো হয়েছে। ডিউকের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার পর স্থানীয় সময় সকাল আটটা পর্যন্ত সরব সরকারি অফিসে জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত। শুক্রবার স্থানীয় সময় বিকাল ৬টা থেকে প্রতি ৬০ সেকেন্ড পর পর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ৯৯ বার বেল বাজানোর কথা। ডিউকের ৯৯ বছরের জীবনের  প্রতিটি বছরকে স্মরণ করতে ৯৯ বার বেল বাজানোর সিদ্ধান্ত হয়েছে। স্থলে, সমুদ্রে এবং বিভিন্ন রাজধানীতে এবং রাজকীয় নৌ ঘাঁটিগুলোতে ডিউক অব এডিনবার্গের স্মরণে মধ্যদিনে অস্ত্র থেকে গুলি ছোড়া হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর