× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

এমন রাত ভুলে যেতে চাইবেন ধোনি

খেলা

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০২১, রবিবার

চতুর্দশ আইপিএলের শুরুটা ভালো হয়নি চেন্নাই সুপার কিংসের। দিল্লি ক্যাপিটালসের কাছে ৭ উইকেটে চেন্নাই। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২ বল খেলে কোনো রান করেই সাজঘরে ফেরেন। ম্যাচ শেষে ধোনিকে গুনতে হয়েছে জরিমানাও।

স্লো ওভার রেটের দায়ে অভিযুক্ত হন ধোনি। এজন্য ১২ লক্ষ রুপি জরিমানা গুনতে হয়েছে তাকে। টুর্নামেন্টে এটি দলের প্রথম ‘অপরাধ’। এজন্য শুধুমাত্র অধিনায়ক জরিমানা গুনে ছাড় পেয়েছেন। এরপর একই ভুল হলে ২৪ লক্ষ রুপি জরিমানা দিতে হবে ধোনিকে।
পাশাপাশি দলের প্রত্যেক সদস্যকে ৬ লক্ষ রুপি অথবা ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা দিতে হবে। গোটা টুর্নামেন্টে তৃতীয়বার স্লো ওভার রেটের দায়ে অভিযুক্ত হলে ৩০ লক্ষ রুপি জরিমানা দিতে হবে ধোনিকে। সঙ্গে ১ ম্যাচের নিষেধাজ্ঞা। দলের বাকিদের ১২ লক্ষ রুপি জরিমানা অথবা ম্যাচ ফি’র ৫০ শতাংশ কেটে নেওয়া হবে।

২০১০, ২০১১ মৌসুমে পরপর দুবার আইপিএল শিরোপা জেতে চেন্নাই। ধোনির নেতৃত্বে ২০১৮ সালের তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নের মুকুট তোলে মাথায়। এবার আইপিএলের নিলাম থেকে নিজেদের দল ঢেলে না সাজালেও বেশ পরিবর্তন এনেছে সিএসকে। তবে অধিনায়ক হিসেবে ধোনির প্রতিই আস্থা আছে চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট। এবারের আসরে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে শনিবার নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল চেন্নাই। এ ম্যাচে আগে ব্যাট করে ১৮৮ রানের সংগ্রহ দাঁড় করে তারা। দিল্লির দুই ওপেনার শিখর ধাওয়ান (৮৫) ও পৃথ্বী শ্ব (৭২) এর ব্যাটে ৭ উইকেটে জয় তুলে নেয় তরুণ অধিনায়ক ঋষভ পন্তের দল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর