বাংলারজমিন

চাটমোহরে গণধর্ষণের দায়ে আটক ২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

২০২১-০৪-১২

পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের ফকির পাড়ায় গৃহবধূ (২৬) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় আতিকুর রহমান (২৬) ও আ. হালিম নামে দুই যুবককে আটক করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় ওই গৃহবধূ। এ সময় আগে থেকে ওত পেতে থাকা আতিক ও হালিম তাকে পার্শ্ববর্তী ফাঁকা জায়গায় নিয়ে ধর্ষণ করে। এ সময় গৃহবধূর চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। চাটমোহর থানার ওসি তদন্ত মো. হাসান বাসির জানান, এ ঘটনায় ধর্ষণের অভিযোগে গৃহবধূর স্বামী বাদী হয়ে চাটমোহর থানায় মামলা দায়ের করেছে। মামলার প্রেক্ষিতে আতিক ও হালিমকে আটক করা হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status