বাংলারজমিন
মঠবাড়িয়ায় পা বাঁধা লাশ উদ্ধার
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
২০২১-০৪-১২
পিরোজপুরের মঠবাড়িয়ায় গেঞ্জি ও ট্রাউজার দিয়ে পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। গতকাল দুপুরে উপজেলার মিরুখালী ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের মুসল্লিবাড়ি সড়ক সংলগ্ন একটি নির্মাণাধীন বাড়ি থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা ওই গ্রামের ইউসুফ হাওলাদারের নির্মাণাধীন ভবনের মেঝেতে বালুচাপা দেয়া লাশের হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো গেঞ্জি ও ট্রাউজার দিয়ে পা বাঁধা অবস্থায় ভবনের মেঝেতে বালুচাপা দেয়া লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তার বয়স ৩০-৩৫ বছর, ৩-৪ দিন আগে দুর্বৃত্তরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে বালুর মধ্যে পুঁতে রেখে গেছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা ওই গ্রামের ইউসুফ হাওলাদারের নির্মাণাধীন ভবনের মেঝেতে বালুচাপা দেয়া লাশের হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো গেঞ্জি ও ট্রাউজার দিয়ে পা বাঁধা অবস্থায় ভবনের মেঝেতে বালুচাপা দেয়া লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তার বয়স ৩০-৩৫ বছর, ৩-৪ দিন আগে দুর্বৃত্তরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে বালুর মধ্যে পুঁতে রেখে গেছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।