বাংলারজমিন
সাঘাটায় আওয়ামী লীগ নেতা খুন
উত্তরাঞ্চল প্রতিনিধি
২০২১-০৪-১২
গাইবান্ধার সাঘাটার জুমারবাড়ী ইউনিয়নের মামুদপুর গ্রামে আওয়ামী লীগ নেতা বজলুর রশিদ বুলু (৫৮) কে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে জুমারবাড়ী বাজারে সিনেমা হলের সামনে থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। সাঘাটা থানার ওসি বেলাল হোসেন জানায়, উপজেলার জুমারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত সাবেক সেনাসদস্য বজলুর রশিদ বুলুকে গত শনিবার রাতে দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে খুন করে। বুলু সেনাবাহিনীর চাকরির অবসরের পর দীর্ঘদিন থেকে জুমারবাড়ী বাজারে রোমা সিনেমা হলের স্বত্বাধিকারী ছিলেন। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।