বাংলারজমিন
ফকিরহাটে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
২০২১-০৪-১৩
ফকিরহাটে নিখোঁজের ৬ দিন পর ইজিবাইক চালক আলমগীর খান (২৮) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার দুপুর ২টায় পিরোজপুরের মঠবাড়িয়ার বাঁশবুনীয়ায় বালুর স্তূপের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আলমগীর খান ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের হারুন খানের পুত্র। তিনি ৪ঠা এপ্রিল সন্ধ্যায় বাগেরহাটের বারাকপুর থেকে ইজিবাইকে যাত্রী নিয়ে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হয়ে নিখোঁজ হন। ৬ দিন পর গতকাল মঠবাড়িয়া থানায় অজ্ঞাত লাশ উদ্ধারের খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়ে লাশটি শনাক্ত করে।