বাংলারজমিন
রূপগঞ্জে হেফাজতের বিরুদ্ধে নাশকতা মামলায় যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
২০২১-০৪-১৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেনকে হেফাজতের নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার গোলাকান্দাইল বাস স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেলোয়ার হোসেন উপজেলার ভুলতা ইউনিয়নের পাচাইখাঁ এলাকার আলী হোসেনের ছেলে। ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজিম উদ্দিন জানান, গত ২৬ শে মার্চ ভুলতা এলাকায় গাড়ি ভাঙচুর ও নাশকতার ঘটনা ঘটে। ওই ঘটনায় গত ২৮শে মার্চ রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মোবারক হোসেন বাদী হয়ে নামীয় ৩০ জন ও অজ্ঞাত ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। গত রোববার রাতে দেলোয়ার হোসেন নরসিংদী যাওয়ার পথে গোলাকান্দাইল বাসস্টেশন এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।