× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

পিরোজপুরে পাখির ছানা নিধনের অপরাধে ৩ জনের কারাদণ্ড

বাংলারজমিন

পিরোজপুর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২১, মঙ্গলবার

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বাবুই পাখির বাসা ভাঙা ও ছানা নিধনের অপরাধে তিনজনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ভবানিপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক কুমার চাকমা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক কুমার চাকমা জানান, বিভিন্ন সময় বাবুই পাখির বাসা ভাঙা ও ছানা হত্যার অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ভবানিপুরে এলাকার কৃষক লুৎফর রহমানকে ১৫ দিন, সুনীল বেপারীকে ৭ দিন ও সুনীল মিস্ত্রিকে ৩ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর