× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

মানবজমিনে সংবাদ প্রকাশের পর শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ভবন পরিদর্শনে তদন্ত দল

বাংলারজমিন

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২১, মঙ্গলবার

দৈনিক মানবজমিন পত্রিকায় সংবাদ প্রকাশের পর নির্মাণাধীন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ভবন পরিদর্শন করেছেন পুলিশ হেড কোয়ার্টারের একটি তদন্ত দল। গত ১০ই এপ্রিল দৈনিক মানবজমিন পত্রিকায় ‘শায়েস্তাগঞ্জে হাইওয়ে থানার নির্মাণাধীন ভবনে ফাটল, মাটি দিয়ে বসানো হচ্ছে টাইলস’ শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার নব-নির্মিত ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে, টাইলস লাগানো হচ্ছিল মাটি দিয়ে, এ ছাড়াও নিম্নমানের ইট, সিমেন্ট, রড, কাঁঠ ব্যবহার করা হয়েছিল ভবন নির্মাণে। এসব অভিযোগ ওঠে ব্রাহ্মণবাড়িয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা কামাল নিয়াজ পার্কের বিরুদ্ধে। এ সংবাদ প্রকাশের পর গত রোববার দুপুরে পুলিশের একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ হেড কোয়ার্টারের এআইজি বিধান ত্রিপুরার নেতৃত্বে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও প্রকল্প পরিচালক বরকত উল্লাহ খান, হাইওয়ে পুলিশের এসপি (প্রশাসন) রহমত আলী, হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ওবায়দুল ইসলাম খান। তদন্ত দলের প্রধান পুলিশ হেড কোয়ার্টার এর এআইজি বিধান ত্রিপুরা বলেন, প্রাথমিক তদন্তে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ভবনের কাজে অনিয়মের সত্যতা পাওয়া গেছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর