× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

‘পিএসজি’র বিপক্ষে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াবে বায়ার্ন’

খেলা

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০২১, মঙ্গলবার

চ্যাম্পিয়নস লীগের সেমি ফাইনালে উঠতে কঠিন পরীক্ষায় পাস করতে হবে বায়ার্ন মিউনিখকে। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) মাঠে কমপক্ষে ২-০ গোলের জয় পেতে হবে জার্মানদের। কাজটা কঠিন হলেও আত্মবিশ্বাসী বায়ার্ন ডিফেন্ডার জশুয়া কিমিচ। সুযোগ কাজে লাগিয়ে সেমিতে যেতে পারবেন বলে বিশ্বাস করেন তিনি। প্রথম লেগে গত বুধবার ঘরের মাঠে ৩-২ গোলে হারে বায়ার্ন। আজ রাত ১টায় দ্বিতীয় লেগের খেলায় মুখোমুখি হবে দুই দল। ম্যাচের আগে ক্লাবের ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে কিমিচ বলেন, ‘আমার বিশ্বাস আমরা পরের রাউন্ডে যাব। প্রথম লেগে তুলনামূলক ভালো দল ছিলাম আমরা, দুর্ভাগ্যক্রমে পারফরম্যান্সের সঙ্গে ফলাফল মেলেনি।
তারপরও আমি মনে করি, আমরা দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে পারব।’
প্রথম লেগে মূলত কেইলর নাভাসের নৈপুণ্যে ম্যাচ জিতে যায় পিএসজি। বায়ার্নের ৩১ শটের ১২টি ছিল লক্ষ্যে, যার ১০টি ঠেকিয়ে দেন এই কোস্টারিকান গোলরক্ষক। বিপরীতে ৩৬ শতাংশ বলের দখল রেখে কেবল ৬টি শটের ৫টি লক্ষ্যে রাখতে পারে পিএসজি। দ্বিতীয় লেগে সতীর্থদের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানালেন কিমিচ। তিনি বলেন, ‘প্রথম লেগে তারা তিনবার আক্রমণ করে তিনবারই গোল পায়। এর বাইরে পিএসজি খুব বেশি সুযোগ পায়নি। তবে আমাদের সামনে বেশি সুযোগ এসেছে। এবার আমাদের সুযোগগুলো কাজে লাগাতে হবে।’ প্রথম লেগে পিছিয়ে পড়ে দ্বিতীয় লেগে প্রত্যাবর্তনের ইতিহাস রয়েছে বায়ার্নের। ২০১৭-১৮ আসরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেমি-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলে হারের পর ফিরতি পর্বে ২-২ ড্র করেও ছিটকে পড়েছিল বায়ার্ন। সেই দলে থাকা কিমিচের মতে, তিন বছর আগের তুলনায় তারা এখন আরও বেশি পরিণত এক দল। কিমিচ বলেন, ‘মাদ্রিদের ঘটনা এখনো স্পষ্ট। সেখানেও আমরা দুর্দান্ত পারফরম্যান্স করেছিলাম। আশা করি, সেখান থেকে আমরা শিখেছি এবং পরিণত হয়েছি। ওই দুই ম্যাচে আমরা খারাপ ছিলাম না, কিন্তু পরের ধাপে যেতে পারিনি। এবার প্রথম লেগে আমরা তুলনামূলক ভালো দল ছিলাম, কিন্তু হেরেছি। এখনও সুযোগ আছে, পিএসজিও তা জানে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর