খেলা

ছক্কার রেকর্ডে অনন্য উচ্চতায় ‘ইউনিভার্স বস’

স্পোর্টস ডেস্ক

২০২১-০৪-১৩

বয়স ৪১ ছাড়িয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) মতো আসরে এখনো স্বরূপ উপস্থিতি ক্রিস গেইলের। ‘এই বয়সে গেইল চলে না’ এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে হরহামেশাই দেখা মেলে। চতুর্দশ আইপিএলে নিজের প্রথম ম্যাচে গেইলের ব্যাটে ছিল সেই উত্তর দেয়ার তাড়না। সোমবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ঝড় তুলেছিলেন। যদিও ইনিংস বড় করতে পারেননি। ২৮ বলে ৪০ রানের ইনিংসে হাঁকিয়েছেন জোড়া ছক্কা। তাতেই স্বঘোষিত ‘ইউনিভার্স বস’ অনন্য উচ্চতায়।

আইপিএলের শুরু থেকেই খেলছেন গেইল। ২০০৮ সাল থেকে শুরু হওয়া আসরটির সিংহভাগ ব্যাটিং রেকর্ড এই ক্যারিবিয়ান কিংবদন্তির দখলে। আইপিএলে সবেচেয়ে বেশি ৬ সেঞ্চুরির মালিক তিনি। সোমবার পাঞ্জাব কিংসের এই ব্যাটসম্যান নিজের রেকর্ডটা আরেক ধাপ উঁচুতে নিলেন। আইপিএল ইতিহাসে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৩৫০ ছক্কার মাইলফলক স্পর্শ করেন তিনি। ইনিংসের অষ্টম ওভারের তৃতীয় বলে বেন স্টোকসকে ওভার বাউন্ডারি হাকিয়ে ৩৫০ ছক্কার কোটা পূরণ করেন ‘ইউনিভার্স বস’। এরপর নবম ওভারে রাহুল তেওয়াটিয়াকে আরও একটি ছক্কা হাঁকান গেইল। সবমিলিয়ে আইপিএলে গেইলের নামের পাশে এখন ৩৫১টি ছক্কা। আইপিএলে ১৩৩তম ম্যাচে ৩৫০ ছক্কার মাইলফলক স্পর্শ করেন গেইল। ছক্কা হাকানোর তালিকায় বাকিরা বেশ পিছিয়ে আছেন। ১৭৭ ম্যাচ খেলে তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এবি ডি ভিলিয়ার্সের নামের পাশে রয়েছে ২৩৭টি ছক্কা। তালিকায় তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমস্থানে যথাক্রমে মহেন্দ্র সিং ধোনি (২১৬), রোহিত শর্মা (২১৪) এবং বিরাট কোহলি (২০১)।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status