অনলাইন
ধানমন্ডিতে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোচালক নিহত
স্টাফ রিপোর্টার
২০২১-০৪-১৩
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে কাভার্ডভ্যানের ধাক্কায় এক ব্যাটারি চালিত অটোরিকশা চালক কামাল উদ্দিন (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ছয়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ১০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বেলা বারোটার দিকে মারা যান। নিহতের স্ত্রী সাবিনা বেগম জানান, সকালের দিকে বাসা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যাচ্ছিলেন। ধানমন্ডি ২৭ নম্বর আসামাত্রই একটি কাভার্ডভ্যান তাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২ টার দিকে মারা যান তিনি।
তিনি আরো জানান, নিহত কামাল উদ্দিন মাদারীপুরের শিবচর উপজেলার আশরাফ উদ্দিনের সন্তান। বর্তমানে মোহাম্মদপুরের রায়েরবাজার পুলপার বটতলা এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। নিহতের এক ছেলে এক মেয়ের জনক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরো জানান, নিহত কামাল উদ্দিন মাদারীপুরের শিবচর উপজেলার আশরাফ উদ্দিনের সন্তান। বর্তমানে মোহাম্মদপুরের রায়েরবাজার পুলপার বটতলা এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। নিহতের এক ছেলে এক মেয়ের জনক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।