× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

শুরু হলো নাজাতের মাস

খোশ আমদেদ মাহে রমজান

মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির
১৩ এপ্রিল ২০২১, মঙ্গলবার

তাকওয়া, আত্মশুদ্ধি, আত্মসংযমের মাস রমজান। গতবারের মতো এবারো বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের কঠিন দুর্যোগের মধ্যে এসেছে মাহে রমজান। আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের ইস্পাত কঠিন ঈমান পরীক্ষার দৃঢ় চেতনা নিয়ে শুরু হলো ১৪৪২ হিজরির রমজানুল মোবারক। খোশ আমদেদ মাহে রমজান। আজ থেকে দেশে চলছে সর্বাত্মক লকডাউন। ইতিমধ্যে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে মসজিদে তারাবির নামাজ ২০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। মহান আল্লাহ পবিত্র কোরআন শরীফে ঘোষণা করেন যে, অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করবো কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ ও প্রাণের ক্ষতি, ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের’ (সূরা-আল বাক্বারা)।
রহমত, মাগফিরাত ও দোজখ থেকে নাজাতের মাস রমজান। এ প্রসঙ্গে মহান রাব্বুল আলামীন আল কোরআনে ঘোষণা করেন, ‘তোমাদের মধ্যে যারা এই মাসটি পায় তারা যেন অবশ্যই রোজা পালন করে’ (সূরা-আল বাক্বারা, আয়াত-১৮৫)। হাদিসে কুদসিতে আল্লাহ ঘোষণা করেন, রোজা শুধু আমারই জন্য এবং এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দেবো।

প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় বিশ্বমানব আজ অসহায়। তারা আকাশের মালিকের কাছে দুই হাত জোড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। আল্লাহর সৃষ্টি সকল প্রাণীই দুর্বল। একমাত্র আল্লাহ পাক-ই শক্তিশালী। দুনিয়াটা হলো পরীক্ষার সেন্টার। কবর বা আলমে বরজখ হলো অপেক্ষার সেন্টার। কিয়ামত দিবস ও বিচার দিবস হলো মহান আল্লাহর চূড়ান্ত ফয়সালার ময়দান। যেখানে পাপ, পুণ্য এবং অপরাধের সিদ্ধান্ত নিবেন স্বয়ং আল্লাহ।

কিয়ামত কি শুধু পরকালে হবে? দুনিয়ার কিয়ামত করোনাভাইরাসের ফলে আজ সমগ্র মানবজাতি চিৎকার করে বলছে, ইয়া নাফসি। ইয়া নাফসি। ইয়া রাব্বানা। ইয়া রাব্বানা। আমাদের ওই সমস্ত বিপদকালীন সময়ে ধৈর্য্যরে সঙ্গে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। যেমন পৃথিবী সৃষ্টির শুরু হযরত আদম (আঃ) থেকে শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) পর্যন্ত সকল নবীদের আল্লাহর কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। আমরা আখেরি নবীর উম্মত। নবী, রাসুলের ঈমান ছিল মজবুত এবং আমরা উম্মতে মোহাম্মদী (সাঃ)-এর ঈমান দুর্বল। এমতাবস্থায় আল্লাহর কাছে তওবার মাধ্যমে পানাহ চাইতে হবে। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, ‘আল্লাহ তোমাদের পক্ষে সহজ করতে চান, কঠিন করতে চান না’ (সূরা: আল বাক্বারা, আয়াত-১৮৫)।

আরবি রা, মীম, দ্বোয়াদ থেকে রমজ। যার অর্থ জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া। আর রমজ থেকে রমজানের উৎপত্তি। মাহে রমজানে রোজা রাখার ফলে আল্লাহ পাক মুমিনদের গোনাহসমূহ জ্বালিয়ে দেন, পুড়িয়ে দেন। আলেমুল গায়েব আল্লাহ তাঁর অদৃশ্য আজাব করোনাভাইরাস থেকে মাহে রমজানে রোজা রাখার বদৌলতে মানবজাতিকে মুক্ত করবেন ইনশাআল্লাহ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর