খেলা

হকিতে ওমান-সিঙ্গাপুরের নিচে বাংলাদেশ!

স্পোর্টস রিপোর্টার

২০২১-০৪-১৪

৩০ মাসেরও বেশি সময় ধরে টার্ফের বাইরে জাতীয় হকি দল। এর প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে। পেছাতে পেছাতে ৩৮তম স্থানে নেমেছে লাল-সবুজদের র‌্যাঙ্কিং। গতকাল বিশ্ব হকি ফেডারেশনের প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে ওমান ও সিঙ্গাপুরেরও নিচে। এক সময়ে এদের বিপক্ষে সহজেই জয় পেতো বাংলাদেশ। এখন অবশ্য ওমানকে হারাতে ঘাম ছুটে যায় জিমি-শিতুলদের। সবশেষ ২০১৮ এশিয়ান গেমসে স্টিক হাতে টার্ফে নেমেছিল লাল-সবুজরা। সেই বছরের ১লা সেপ্টেম্বর স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৭-০ গোলে হারে বাংলাদেশ। কোরিয়ানদের বিপক্ষে ম্যাচটাই হয়ে আছে হকি দলের সবশেষ টার্ফে নামা। ২০১৯ সালের জুনেও একবার র‌্যাঙ্কিংয়ের ৩৮ নম্বরে নেমে যায় হকি দল। চিরপ্রতিদ্বন্দ্বী ওমান রয়েছে ২৭ নম্বরে। সিঙ্গাপুর ৩৬-এ। ২০১৭ এশিয়া কাপে বাংলাদেশের কাছে হারা চীন রয়েছে ২৫তম স্থানে। শীর্ষে ইউরোপের সুপার পাওয়ার বেলজিয়াম। এশিয়ার মধ্যে সেরা অবস্থানে ভারত। গত কয়েকদিনে অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে দুইবার হারানো ভারত রয়েছে চতুর্থ স্থানে। নিয়মিত ম্যাচ না খেলাতেই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের এ অধঃপতন। এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে গতবছরই প্রতিযোগিতামূলক হকিতে ফেরার কথা ছিল বাংলাদেশের। করোনা মহামারির কারণে দুইবার পিছিয়ে আসরটি টার্ফে গড়াবে ১লা অক্টোবর। আয়োজক হওয়ার সুবাদে প্রথমবার এশিয়ার শীর্ষ দলগুলোর এই টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফির ষষ্ঠ আসরে অংশ নেবে বাংলাদেশসহ ৬ দল।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status