বাংলারজমিন
শায়েস্তাগঞ্জে দুদল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
২০২১-০৪-১৪
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দুইদল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা ৪টার দিকে উপজেলার কেশবপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, উপজেলার কেশবপুর গ্রামের আবু আলী চৌধুরীর ছেলে দুলাল মিয়ার সাথে বিভিন্ন বিষয় নিয়ে একই গ্রামের জারুল মিয়ার ছেলে রুবেল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে কেশবপুর বাজারে একটি চা দোকানে দুলাল মিয়া ও রুবেল মিয়া চা খাচ্ছিলেন। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরপর দুপুরের দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় মুরব্বিদের সহায়তায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় দুলাল মিয়া (৪০), শামীম মিয়া (২৭), কামাল মিয়া (৩১), হেলাল মিয়া (৩৮), আওয়াল মিয়া (৫০), আব্দুল হাই চৌধুরী (৫৫), কছরু মিয়া (৩০), শাকিল মিয়া (২২), রুবেল মিয়া (৩২), রুয়েল মিয়া (২৩), কুদ্দুস মিয়া (৩২), কাউছার মিয়া (৪০), আব্দুল হাই (৩৬) ও হাসিম মিয়াকে (২৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, উপজেলার কেশবপুর গ্রামের আবু আলী চৌধুরীর ছেলে দুলাল মিয়ার সাথে বিভিন্ন বিষয় নিয়ে একই গ্রামের জারুল মিয়ার ছেলে রুবেল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে কেশবপুর বাজারে একটি চা দোকানে দুলাল মিয়া ও রুবেল মিয়া চা খাচ্ছিলেন। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরপর দুপুরের দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় মুরব্বিদের সহায়তায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় দুলাল মিয়া (৪০), শামীম মিয়া (২৭), কামাল মিয়া (৩১), হেলাল মিয়া (৩৮), আওয়াল মিয়া (৫০), আব্দুল হাই চৌধুরী (৫৫), কছরু মিয়া (৩০), শাকিল মিয়া (২২), রুবেল মিয়া (৩২), রুয়েল মিয়া (২৩), কুদ্দুস মিয়া (৩২), কাউছার মিয়া (৪০), আব্দুল হাই (৩৬) ও হাসিম মিয়াকে (২৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।